খুলনা, বাংলাদেশ | ৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিল বিএনপি ও জামায়াত
  শ্রম আইন লঙ্ঘন : স্থায়ী নয় ২৩ মে পর্যন্ত জামিনে থাকবেন ড. ইউনূস
  ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

ভারতে আক্রান্ত ৩ কোটি ছাড়াল, মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জা‌তিক ডেস্ক

ফের ৫০ হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক সংক্রমণ। বুধবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। বিশ্বের দ্বিতীয় দেশে হিসাবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে মৃতের সংখ্যা একটু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জন রোগীর। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন।

গত কয়েক সপ্তাহ ধরেই দেশের দৈনিক সংক্রমণের হার কমছে। মঙ্গলবার এবং বুধবার তা ৩ শতাংশের নীচে রয়েছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!