ভারতের নারী ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা তাঁরই রাজ্য দলের সতীর্থ আরুশি গোয়েলের বিরুদ্ধে ২৫ লাখ রূপি প্রতারণা এবং বাড়ি ভেঙে টাকা-গয়না চুরির মামলা করেছেন! উত্তর প্রদেশ পুলিশের ডেপুটি এসপি ২৮ বছর বয়সী দীপ্তির এই অভিযোগে ঘটনা তদন্তে নেমেছে আগ্রা পুলিশ। এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়া আরুশির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দীপ্তি ভারত নারী দলের হয়ে ৫টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ২৭ বছর বয়সী আরুশির এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। খেলেন উত্তর প্রদেশ নারী ক্রিকেট দলে, একই সঙ্গে তিনি ভারতীয় রেলের আগ্রা বিভাগের জুনিয়র কেরানি। এই মৌসুমে উইমেন্স প্রিমিয়ার লিগে দীপ্তি ইউপি ওয়ারিয়র্সের অধিনায়কত্ব করেছেন, একই দলে খেলেছেন আরুশিও। মাঠে একসঙ্গে খেলতে খেলতে গড়ে ওঠা বন্ধুত্ব যে এমন নাটকীয় মোড় নেবে, কে জানত!
আগ্রা সদরের অ্যাডিশনাল সিপি সুকন্যা শর্মা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘দীপ্তির ভাই সুমিত শর্মা সদর থানায় অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে, তাই আমরা এফআইআর দায়ের করেছি।’ সুকন্যা জানান, আরুশির বিরুদ্ধে চারটি ধারায় মামলা হয়েছে—চুরি, বাড়ি ভেঙে ঢোকা, বিশ্বাস ও শান্তি ভঙ্গের চেষ্টা।
এফআইআরে লেখা হয়েছে— দীপ্তি আর আরুশির বন্ধুত্ব গড়ে উঠেছিল একসঙ্গে খেলার সুবাদে। পরে আরুশি ও তাঁর পরিবার বারবার ‘পারিবারিক বিপদ’ ও ‘অর্থসংকট’- এর অজুহাতে দীপ্তির কাছ থেকে টাকা নিতে থাকেন।
সুমিত বলেন, ‘এই দুই বছরে আমার বোন প্রায় ২৫ লাখ রূপি দিয়েছে আরুশিকে। যখন ফেরত চাইতে যায়, আরুশি সাফ জানিয়ে দেয়— টাকা ফেরত দেবে না।’
অভিযোগে সুমিত আরও দাবি করেন, এপ্রিলের ২২ তারিখে আরুশি দীপ্তির ফ্ল্যাটে ঢুকে আগের তালা খুলে নতুন তালা লাগিয়ে দেন! এরপর গয়না আর প্রায় ২ হাজার ৫০০ ডলারের বিদেশি মুদ্রা নিয়ে হাওয়া হয়ে যান। পরে সুমিত ওই ফ্ল্যাটে ঢুকতে গিয়ে ব্যাপারটা টের পান। তালা বদলে ফেলায় তিনি আর বাসায় ঢুকতে পারেননি।
সুমিতের দাবি, ঘটনাটা দীপ্তিকে প্রচণ্ড মানসিক ধাক্কা দিয়েছে। এখন সে ইংল্যান্ড সফরের আগের ভারতীয় দলের ক্যাম্পে ট্রেনিং নিয়ে ব্যস্ত।
খুলনা গেজেট/এএজে