খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আজ, ইস্যু নির্বাচনের রোডম্যাপ

ভারতকে জবাব দিতে তরুণ চিকিৎসকদের যা বললেন মাহমুদুর রহমান

গেজেট ডেস্ক

ভারতের হুমকির জবাবে দেশের তরুণ চিকিৎসকদের মানবিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশের জনগণকে চিকিৎসা না দেওয়ার হুমকি দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসাও বন্ধ করে দিয়েছে। এটা সরাসরি একটি অমানবিক ও শাস্তিমূলক পদক্ষেপ।

তিনি আরও বলেন, ভারতের দখলদার মনোভাব, আধিপত্যবাদী নীতি ও হেজেমনিক আচরণের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি মহান গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। আর এ কারণেই ভারত এখন বাংলাদেশের জনগণকে শাস্তি দিতে চাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, এ শাস্তির রূপ কী?—বাংলাদেশিদের চিকিৎসা করবে না, চিকিৎসকদের মুখে এ ধরনের ঘোষণা, পাশাপাশি ভিসা বন্ধ। এটা মানবিকতার চরম লঙ্ঘন।

এই সম্পাদক বলেন, আজ ফিলিস্তিনের চিকিৎসকরা জীবন বাজি রেখে ইসরাইলি হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন, তা এক অনন্য দৃষ্টান্ত। অথচ ভারত বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়ে নিজেদের অমানবিক মুখোশ উন্মোচন করেছে।

দেশের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, এ অমানবিকতার জবাব দিতে হলে আমাদের তরুণ চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে। আপনাদেরই হতে হবে মানবিকতার নতুন দৃষ্টান্ত।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!