খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পটিয়ায় বাস-সিএনজি অটো রিকশা সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

‘ব্ল্যাক ওয়ার’ ছোট-বড় সকলের জন্য : আরিফিন শুভ

নিজস্ব প্রতিবেদক

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েলটি ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। গত ১৩ জানুয়ারি দেশের ৪৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। মুক্তির পর খুলনায় এসেছে ব্ল্যাক ওয়ার সিনেমার টিমের সদস্যরা। শনিবার (২১ জানুয়ারি) রাতে খুলনার খালিশপুরে অবস্থিত চিত্রালী সিনেমা হল পরিদর্শনে এসে দর্শক মাতালের টিমের সদস্যরা। তাদের সাথে ছবি তুলেছেন, দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন।

চিত্রালী হলে এসে দর্শকদের উদ্দেশ্যে নায়ক আরিফিন শুভ বলেন, ছোট-বড় সকলের জন্য এই ছবিটা। যদি খুলনার লোক এই সিনেমা দেখে তাহলে ব্ল্যাক ওয়ারকে হিট হওয়া থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। সবাই হলে আসবেন।

খুলনায় সিনেমা হল পরিদর্শনে এসে নায়িকা সাদিয়া নাবিলা বলেন, আমাদের অনেক কষ্টের মিশন এক্সট্রিম’র ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। এই সিনেমা দেখে কেউ হতাশ হবেন না। আমরা অনেক সময় মুভি দেখে বলি হলিউড-বলিউডের মতো হোক বাংলাদেশী সিনেমা, আমি এতটুকু বলতে পারি এই মুভির শুরুটা একটু হলেও আপনারা হলিউডের ফিলটা পাবেন। এই জন্য আপনারা হলে আসবেন, এসে ব্ল্যাক ওয়ার মুভিটি দেখবেন।

তিনি বলেন, খুলনায় আমি প্রথম এসেছি। আমার খুবই ভালো লাগছে। হলের দর্শকদের খুবই ভালো লেগেছে, সবার সাথে ছবি তুললাম। খুলনাবাসীর কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। খুলনাবাসীকে ধন্যবাদ। আমি আবারও খুলনাতে আসবো অন্যকোন মুভি নিয়ে।

সিনেমাটির স্মরণীয় ঘটনার বর্ণনায় সাদিয়া নাবিলা বলেন, এটি আমার তৃতীয় সিনেমা। সিনেমায় অনেক অনেক মজার ঘটনা আছে। দুবাইয়ে যখন স্যুটিং করছিলাম, দুবাইয়ে গরমে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এটি একটি স্মরণীয় ঘটনা। অনেক স্মৃতি রয়েছে।

দর্শকদের উদ্দেশ্যে নাবিলা বলেন, আপনারা যদি সিনেমা না দেখেন, আমরা উৎসাহ পাব না সিনেমা বানানোর। আপনারা হলে এসে মুভি দেখছেন সেই জন্যই আমরা অভিনয় করছি, আমাদের আয়ের উৎসটা হচ্ছে অভিনয় করে যে আয় করি। আর আমাদের লেখক, গল্পকার সিনেমা বানাচ্ছেন আপনাদের জন্য। আপনারা যদি হলে এসে সিনেমা না দেখেন তারাও সিনেমা বানাবে না। আমরাও আমাদের চাকরিটা হারাবো। এটাতো আমাদের কাছে চাকরির মতো। আমরা সবাই সবার জায়গায় কষ্টটুকু করছি। আপনারা হলে এসে সিনেমা দেখবেন, হলগুলোকে টিকিয়ে রাখবেন।

আরিফিন শুভর পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ। ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।

চিত্রালী হল মালিক তপু খান বলেন, ব্ল্যাক ওয়ার সিনেমাটি দেখে আপনারা মুগ্ধ হবেন। এ ধরনের ছবি যদি আমরা প্রতিনিয়ত পায় তাহলে দর্শক হলে আনতে পারবো। দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন আবার দর্শক হলে ফিরছে। অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে। আপনারা হলে আসলে ভালো ভালো সিনেমা হলে আনতে পারবো।

আরিফিন শুভর পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ। ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!