খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা
  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ব্রাজিলিয়ানদের আধিপত্যে রিয়াল মাদ্রিদের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

লা-লিগায় নিজেদের অবস্থান শীর্ষে রাখতে পারলেও চলমান চ্যাম্পিয়নস লিগে নিজেদের খুঁজে পেতে কষ্ট হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। বদলে যাওয়া সংস্করণে খেলতে নেমে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে রিয়াল। একপর্যায়ে তারা নেমে গিয়েছিল ২২ নম্বরে।

তবে বুধবার (২২ জানুয়ারি) রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণভাবে নিজেদের শক্তি দেখিয়েছে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি। বুঝিয়ে দিয়েছে কেন তারা ‘ইউরোপের রাজা’। সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলের পর লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রও। অর্থাৎ রিয়ালের ৫ গোলের চারটিই এসেছে দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে।

শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ। বড় ব্যবধানের এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল।

একই রাতের অন্য ম্যাচে অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলে জার্মান ক্লাবটি হেরে গেছে ফেইনুর্দের কাছে। তবে একই ব্যবধানে দিনামো জাগরেভকে ঠিকই হারিয়েছে আর্সেনাল। আর ১-০ গোলের জয় পেয়েছে দুই প্রতিবেশী ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার স্পার্তা প্রাহাকে এবং মিলান হারিয়েছে জিরোনাকে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!