খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
বন্ধ মিল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে

বেসরকারি জুট মিল শ্রমিকদের খুলনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূূচি

গেজেট ডেস্ক

খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, এ্যাজাক্সসহ বন্ধকৃত জুট মিল চালু ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার আংশিক চালুকৃত সোনালী জুট মিল পুর্নাঙ্গরুপে চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে (বুধবার) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে শ্রমিকরা।

কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, মিল মালিকরা জুটমিল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, এরপর সে টাকা অন্যখাতে ব্যয় করে আর শ্রমিকরা তাদের গ্রাইচুটি, পিএফ এবং মজুরির জন্য রাজপথে নামে এটা খুবই দুখঃজনক, সরকারি জুট মিল বন্ধ করার কিছুদিন পর সরকার শ্রমিকদের পাওনাদি এককালিন পরিশোধ করেছে, অথচ বছরের পর বছর বেসরকারি জুট মিল মালিকরা তাদের কারখানা বন্ধ ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে রয়েছে।

বন্ধকৃত সকল বেসরকারি জুট মিল, শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোঃ চালু ও শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া শ্রমিকদের নায্য দাবি আদায়ের লক্ষে আগামি ৯ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতারা।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালায় বক্তৃতা করেন সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শাহ মনিরুল ইসলাম, ইকবাল বিশ্বাস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা), ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী, মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, মোঃ সোলায়মান, খায়রুল আলম, মোঃ আলাউদ্দিন, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, আতাউর,আবুল কাশেম, আবুল হোসেন, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল, মোঃ ই্য়াসিন আলী, মোঃ হাফিজ, জয়, মোঃ জিন্নাহ, আলি হামযা প্রমুখ।

এ দিকে বেলা ১ টার সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হক সোহেল। শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!