খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী মিনি ট্রাক পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত

বেনাপোল চেকপোস্টে বিদেশি মুদ্রা ও মদসহ পাসপোর্ট যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদসহ এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে (বিজিবি)।

শনিবার সকাল ১০টায় আশিক মিয়া নামে ওই পাসপোর্ট যাত্রীকে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি ও বাংলাদেশি টাকাসহ আটক করা হয়। যার সিজার মূল্য ৫১ লাখ ১৮ হাজার ১৬ টাকা। আটক পাসপোর্ট যাত্রী শরিয়তপুর জেলার কলিমউল্লা মাস্টারকান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ আবেদীন সিদ্দিকী জানান, সন্দেহবশত ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আশিক মিয়ার ব্যাগ তল­াশি করা হয়। এসময় তার ব্যাগের চকলেটের বিস্কুটের মধ্যে সাজানো ইউএস ডলার ২২ হাজার ৩শ’, সৌদি রিয়াল ৫৭ হাজার, কানাডিয়ান ডলার ১০ হাজার, ভারতীয় রুপি ৭২০ এবং বাংলাদেশি ৭ হাজার ৪৩০ টাকাসহ ৮ বোতল মদ উদ্ধার করা হয়। এরপর পাসপোর্ট যাত্রীকে হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!