যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকেও আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারী ও দুইজন মাদক ব্যবসায়ী। আটকরা দেশের নড়াইল ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহল দলের বিজিবি সদস্যরা ১৪ জন বাংলাদেশিকে আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য দিকে মাদক সহ আটক অন্য দুজনকে ও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম