ভীমরতি শব্দের আভিধানিক ও প্রচলিত অর্থ কান্ড জ্ঞানহীনতা, অতি বার্ধক্যজনিত বুদ্ধিভ্রংশতা। ভীম মানে ‘ভীষণ’ আর রতি মানে ‘রাত্রি’। সুতরাং ভীমরতি মানে ‘ভীষণ রাত্রি’। অর্থাৎ মানুষের শেষ বয়স। ভীমরতি মূলত একটি বিশেষ্য পদ। যার অর্থ বৃদ্ধ বয়সে বুদ্ধি-ভ্রষ্ট দশা।
ভারতীয় পুরাণ মতে, বয়স সাতাত্তর বছর সাত মাসের সপ্তম রাত্রির নাম ভীমরতি। বলা হয়, এ রাতের পর মানুষের জীবনে ভীষণ পরিবর্তন আসে। এ বয়সে অধিকাংশ মানুষ শিশুর মতো অবোধ আবার কান্ড জ্ঞানহীন যুবকের মতো নির্বোধ আচরণ শুরু করে। ফলে সামগ্রিক চালচলন পূর্বেকার স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে তোলে। এমন কান্ডজ্ঞানহীন আচরণ থেকে ‘ভীমরতি’ শব্দটি উদ্ভব।
কিছুটা কম সমর্থিত আরেকটি মত রয়েছে। তা হল, ভীম মানে অতি, রতি মানে যৌনক্ষুধা অর্থাৎ, অতিরিক্ত যৌন ক্ষুধাকে ভীমরতি দ্বারা বোঝানো হয়। অল্প সমর্থিত বলার কারণ রতি শব্দটি এসেছে সংস্কৃত মূল শব্দ রম থেকে, যার অর্থ পুলকিত হওয়া, স্পষ্টভাবে শারিরিক উত্তেজনা নয়।
সো ফার এ্যাজ আই নো, বিজ্ঞান বলে, অনেক বৃদ্ধ পুরুষের ভীমরতির ঘটনা সত্যিই ঘটে থাকে। অনেক বয়স্ক পুরুষের ”প্রস্টেট গ্রন্থিতে” টিউমার বা ক্যান্সার হয়ে যায়, আর ওই টিউমার থেকে যৌন উত্তেজনার হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয়, তাই যৌন উত্তেজনা বয়সের তুলনায় বৃদ্ধি পায়, কমনলি এই ঘটনাকেই বলা হয় ”বুড়ো বয়সে ‘ভীমরতি’। (ফেসবুক ওয়াল থেকে)
খুলনা গেজেট/এএ