খুলনা, বাংলাদেশ | ৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিল বিএনপি ও জামায়াত
  শ্রম আইন লঙ্ঘন : স্থায়ী নয় ২৩ মে পর্যন্ত জামিনে থাকবেন ড. ইউনূস
  ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্বসাহিত্যের দরবারে পৌঁছে দিয়েছেন’

ফুলতলা প্রতিনিধি

খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী বলেছেন, জমিদার বংশে জন্ম নিয়েও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সাধারণ মানুষ। সে কারণেই তার লেখনীতে চাষী, তাঁতী, জেলে ও নিম্ন বর্ণের মানুষের কথা সাহিত্যে স্থান পেয়েছে। তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কারের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বসাহিত্যের দরবারে পৌঁছিয়ে দিয়েছেন । তবে বর্তমান প্রজন্ম সাহিত্য চর্চায় অনেক পিছিয়ে। রবীন্দ্র চর্চার মাধ্যমে তাদেরকে জাগিয়ে তুলতে হবে।

জেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার বিকেলে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী আলোচনা অনুষ্ঠানে দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে “রবীন্দ্র সাহিত্যে সাধারণ মানুষ” এ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর ড. স্বরোচিষ সরকার।

বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন ও আজমখান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওসি মোহাম্মদ আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু প্রমুখ। পরে শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি, রবীন্দ্র সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন এ্যাড. মিনা মিজানুর রহমান, অনুপম মিত্র প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!