খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে ক্ষোভ ঝেড়ে যা বললেন তামিম

ক্রীড়া প্রতি‌বেদক

সকালে বিসিবিতে একে একে হাজির হয়েছিলেন ক্রিকেটাররা। নিজেরা একদফা আলোচনার পর শেষ দিকে যুক্ত হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ছুটির দিনে ক্রিকেটের তেমন ব্যস্ততা ছিল না। এর মধ্যেই ক্রিকেটারদের এভাবে একত্রিত হওয়া নিয়ে উত্তাপ ছিল। হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলায় মিডিয়াকর্মীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝারলেন তামিম ইকবাল। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এদিনই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন টাইগার সাবেক এই অধিনায়ক।

ডিপিএলে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন তাওহীদ হৃদয়। যদিও তার শাস্তি নিয়ে বিসিবি ‍দু’বার দুইরকম পদক্ষেপ নিয়েছে। যা নিয়ে ক্ষোভ ঝারেন তামিম। তার কাছে হৃদয়ের শাস্তির প্রক্রিয়াটিকে হাস্যকর মনে হয়েছে।

এ ছাড়া ডিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর অভিযুক্ত ক্রিকেটারদের দিয়ে ঐ মুহূর্ত তুলে ধরা এবং বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠলে তা বোর্ড থেকে গণমাধ্যম পর্যন্ত চলে আসা নিয়েই মূলত অসন্তোষ জানান তামিম।

শুরুতেই তামিম বলছিলেন, ‘আজকে আমরা যে কারণে সবাই এখানে একসাথে হয়েছি। যেটা গত দুই তিন চার মাসের কিছু কিছু ইন্সিডেন্ট ঘটেছে। যেটি নিয়ে প্রত্যেকটা খেলোয়াড়ের মনে একটা প্রশ্ন ছিল তারা হতাশ ছিল। আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারব। প্রথম কথা তাওহীদ হৃদয় ওর সাথে মাঠে একটা ঘটনা হয়।

তাকে প্রথমে দুইটা ম্যাচ নিষেধাজ্ঞা দেয়। যখন নিষেধাজ্ঞা দেয় তখন কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কথা বলে নাই। এটা নিয়েও আমরা কেউ কোনো কথা বলিনি। তার কিছুদিন পরে দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হলো। এটা বিসিবি করেছে, তখন আমরা কোন ধরনের কোনো কথা বলিনি। গতকাল আবার নিষেধাজ্ঞা দিয়েছে এটা কোন রুলে কিভাবে করছে আমার কাছে জানা নেই। এটা খুব হাস্যকর এটা কোনভাবেই নিষেধাজ্ঞা হতে পারে না।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!