খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পটিয়ায় বাস-সিএনজি অটো রিকশা সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

বিসিএস পরীক্ষা চলাকালীন কেএমপি’র নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শুক্রবার (২৭ মে) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২৮টি কেন্দ্রে ৪৪তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের প্রিলিমিনারী পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত আজ ২৬ মে রাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

আদেশসমূহঃ
(১) পরীক্ষার দিন সকাল ০৮.০০ ঘটিকা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫(পাঁচ) বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না।
(২) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না।
(৩) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের নাম
১. সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা ।
২. সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা।
৩. বি,কে,ইউনিয়ন ইনষ্টিটিউশন, বেনী বাবু রোড,খুলনা।
৪. খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।
৫. খুলনা জিলা স্কুল, খুলনা।
৬. পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সাউথ সেন্ট্রাল রোড, খুলনা।
৭. সরকারী পাইওনিয়ার মহিলা কলেজ।
৮. সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
৯. সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, ২৯ আহসান আহমেদ রোড।
১০. সরকারী সুন্দরবন আদর্শ কলেজ, খানজাহান আলী রোড।
১১. খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, ৮৮ খানজাহান আলী রোড।
১২. খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, খুলনা।
১৩. হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, বয়রা।
১৪. খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (মনèুজান), সোনাডাঙ্গা, খুলনা।
১৫. খুলনা কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা আবাসিক এলাকা ১ম ফেজ ।
১৬. রেভারেন্ড পলস হাইস্কুল (এমএ বারী সড়ক) সোনাডাঙ্গা।
১৭. লায়ন্স স্কুল এন্ড কলেজ, গল্লামারী, সোনাডাঙ্গা, খুলনা।
১৮. নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, গোয়ালখালী,খালিশপুর,খুলনা।
১৯. রোটারী স্কুল, খালিশপুর,খুলনা।
২০. খুলনা সরকারি মহিলা কলেজ, বয়রা (বাংলা ও ইংরেজি ভার্সন)
২১. খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা, খালিশপুর,খুলনা।
২২. খুলনা পাবলিক কলেজ, বয়রা,খালিশপুর,খুলনা।
২৩. মুহসিন মহিলা মহাবিদ্যালয়, দৌলতপুর,খুলনা।
২৪. সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর,খুলনা।
২৫. দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর,খুলনা।
২৬. দৌলতপুর কলেজ(দিবা-নৈশ),দৌলতপুর,খুলনা।
২৭. গভঃ ল্যাবরেটরি হাইস্কুল, কুয়েট,আড়ংঘাটা, খুলনা।
২৮. সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, আড়ংঘাটা, খুলনা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!