ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটিতে ১০ কুকুর ও ১ বিড়ালকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ৬ জনের নামে ঢাকার এক আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) চারটি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে এই মামলা দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন।
জাপান গার্ডেন সিটি কমিটির সভাপতি আব্দুস সালাম, সংগঠনটির সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহিয়া, আরিফ, শাহ আলম ও কাজলকে মামলার আসামি করা হয়েছে।
বাদী রাকিবুল হক এমিল বলেন,গত বছর ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিং এ ১০ কুকুর ও একটি বিড়ালকে কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে। এটি একটি অপরাধ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছে, সেহেতু পিবিআই এর মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের একান্ত চাওয়া।
খুলনা গেজেট/ টিএ