খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

খুবিসাসের সাথে মতবিনিময় সভা খুবির আর্থিক ও প্রশাসনিক প্রধানের

অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) এক মতবিনিময় সভা বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের ২য় তলাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান,খুবিসাসের সদস্যদের মধ্যে ছিলেন সভাপতি একরামুল হক(ফরেস্ট্রি এন্ড টেকনোলজি ডিসিপ্লিন), সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সহ সভাপতি মুহিব্বুল্লাহ (অর্থনীতি ডিসিপ্লিন) , সাংগঠনিক সম্পাদক আলকামা রমিন (বাংলা ডিসিপ্লিন), মিরাজুল ইসলাম (ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন), অর্ক মন্ডল (গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন),ফারুক খান(গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন), ইব্রাহিম খলিল(গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন), হাবিবুল্লাহ খান(গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন)।

সভায় প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ হওয়া উচিত অত্যন্ত তথ্যভিত্তিক। লেখার মান ঠিক রেখে তথ্যবহুল সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতায় নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, সবার আগে আমাদের পরিচয় আমরা শিক্ষক-শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ধরে রাখা সকলের দায়িত্ব। শিক্ষার্থীরাই সাংবাদিক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাল-মন্দ বিভিন্ন দিক গণমাধ্যমে তুলে ধরে। এক্ষেত্রে সবার আগে ক্রস চেক করে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খুবিসাস সদস্যরা বলেন, ক্যাম্পাস সাংবাদিকরাও বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অটুট থাকুক এমন সংবাদ পরিবেশন করে। এর বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দাবি, অভিযোগ, বিভিন্ন কাজে ত্রুটি বা অনিয়ম থাকলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরে। এক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকরা শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাতে কোনো দূরত্ব না থাকে সে বিষয়ে প্রফেসর ড. মো. রেজাউল করিম এর দৃষ্টি আকর্ষণ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!