বাংলাদেশের স্বাধীনতার রূপকার, নিউক্লিয়াসের প্রধান ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের (দাদা ভাই) ভাতিজী ব্যরিস্টার ফারহা খান বলেছেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জাসদ গঠনের কাজ শুরু হয়েছে। স্বাধীনতা পরবর্তী বিরোধী দল হিসেবে জাসদ সৃষ্টি হয়েছিল। খন্ড বিখন্ড হয়ে দল আজকের অবস্থানে এসেছে। খন্ডিত জাসদ নয়, সকল গ্রুপকে এক করে আমরা ঐক্যবদ্ধ জাসদ গঠন করতে চাই। এজন্য তৃণমূল কর্মীদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মীরা এক হলে নেতারা এক হতে বাধ্য।
শনিবার (২২ জানুয়ারি) সকালে খুলনা প্রেস ক্লাবে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।জাসদের সকল গ্রুপের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এই আয়োজন করেন ব্যারিস্টার ফারাহ খান। সভায় জাসদ (ইনু), বাংলাদেশ জাসদ এবং জেএসডির নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার ফারাহ খান বলেন, জাসদ কোনো নেতার দল নয়, জাসদ কর্মীদের দল। কর্মীরাই সময়ের প্রয়োজনে নেতা তৈরি করেছেন। কিন্তু নেতারা ঐক্য ধরে রাখতে পারেনি। নেতৃত্বের জন্য দল ভেঙে টুকরো হয়েছে। আমরা প্রতিষ্ঠাতা নেতাদের মাথায় রেখে জাসদকে ঐক্যবদ্ধ করতে চাই। কর্মীরা এক হলে নেতারা কর্মীদের কথা শুনতে বাধ্য।
তিনি বলেন, আমাদের নেতারা কখনও হাসিনা, কখনও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে। আমরা অন্য দলের প্রতীক নিয়ে কোনো নেতাকে নির্বাচন করতে দেব না। আসুন এবার দলকে শক্তিশালী করি। ৬ মাস আমরা কর্মীরা ঐক্যবদ্ধ থাকি, কিছু করতে পারি কিনা দেখি।
ফারাহ খান বলেন, সারাদেশে জাসদের হাজার হাজার কর্মী জেএসডি, জাসদ (ইনু), বাংলাদেশ জাসদের ব্যানারে রাজনীতি করছে। কিন্তু তৃণমূলের নিস্ক্রিয় কর্মীরা এটা দেখতে চায় না। তারা ’৭২ সালে প্রতিষ্ঠিত আগের মতো একটি শক্তিশালী দল গঠনে আগ্রহী। তারই অংশ হিসাবে খুলনা বিভাগে মতবিনিময় সভা হলো। একে একে দেশের সব বিভাগে এ ধরনের মতবিনিময় সভা হবে। সারাদেশ থেকে সাড়া পাওয়া যাচ্ছে। অচিরেই জাসদের সকল নেতাকর্মী এক হয়ে শক্তিশালী দল হিসাবে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ১৪ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ জাসদের নতুন জন্ম হবে।
প্রবীন জাসদ নেতা এম এ আউয়াল সভায় সভাপতিত্ব করেন। সভায় ঐক্য জাসদ গঠনের পক্ষে বক্তব্য রাখেন আ ফ ম মহসীন, এ টি এম মহব্বত আলী, গোলাম মোর্তজা, রফিকুল হক খোকন, আশেক ই এলাহী, ফকির শওকত, দিদারুল আলম, স ম রেজাউল, ইদ্রিস আলী, আব্দুল্লাহ বিশ্বাস, এম নিজাম উদ্দিন, মোস্তাকুজ্জামান, মো. হাসান, মিরাজ হোসেন, ইমরান হোসেন, আরেফিন সুজন প্রমুখ।
এছাড়া ইউসুফ আলী ভূঁইয়া, সাংবাদিক শেখ আবু হাসান, আবু কাজী, ওয়াহেদুজ্জামান বুলু, মুনসুর আহমেদ, এম এ সবুর, আব্দুর রাজ্জাক মন্টুসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক জাসদ নেতা এ সভায় যোগ দেন।
খুলনা গেজেট/ টিএ