খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র

বিবর্তন ও জীবন সংগ্রাম

আবদুস সালাম খান পাঠান

কতো যুগ শতাব্দী পেরিয়ে গেছে, কতো সভ্যতা বিলুপ্ত
হয়েছে ।
কতো আড়ম্বর বিলাস বহুল জীবনের হয়েছে অবসান,
প্রতিহিংসার আগুনে ধ্বংস হয়েছে অনেক মানুষের –
বাস্তুভিটা, ঘটেছে অনেক দুর্গের পতন ।

দেখেছি, যুদ্ধের কতো ধ্বংসলীলা, গণহত্যা, নির্যাতন,
শহর, বন্দরে থেমে গিয়েছিল, কায়িকশ্রম, ক্লান্ত
জীবনের নিঃশ্বাস, ঘটেছিলো অর্থনৈতিক বিপর্যয়,
থেমে ছিল জীবনের চাকা, এ তো ছিল ভীষণ পরীক্ষা
জীবন বাঁচার তাগিদ, মুক্তি সংগ্রাম ।

ঘূর্ণিঝড়, সাইক্লোন প্রাকৃতিক দুর্যোগে, আর সাগরে
জোয়ারভাটা, জলোচ্ছাসে কভু ভেসে গেছে মাঠঘাট
প্রান্তর, সোনালি ফসল । বৃক্ষের ডালে, চরে, দ্বীপে,
আটকে গেছে মানুষের দেহ, সম্বল । -সহসা,
হাহাকারে অসহায় জীবনে; বেড়ে গেছে কতো হাজার
মানুষের আহাজারি, পানিবন্দী মানুষের করুন

আর্তনাদ । চোখের পলকে -, জলোচ্ছাসে,
ডুবেছে বসতবাড়ী দ্বীপাঞ্চল, – বনাঞ্চল ।
অকস্মাৎ হাওড়ে বাঁধ ভেঙে, বন্যায় তলিয়ে গেছে
আবাদী জমির ফসল ।

স্বাধীনতার আগে, দেখেছি খাদ্যাভাব, চরম দুর্ভোগ
দুর্ভিক্ষ, মন্বন্তর; কতো বুভুক্ষু মানুষের
কান্না, হতাশা, অশ্রুজলে ভিজেছে বুকের অনল ।

নানাদেশ, মহাদেশে দাবানলে পুড়ে গেছে
বিরাট বনভূমি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে
ধ্বংস হয়েছে পর্বত, স্থলভাগ, অসহায় মানুষের
জীবনযাত্রা অচল । দুঃসহ জীবনের ঘোর অন্ধকার
ভূমিতল ।

দেখেছি বরফের স্তুপ, বরফগলা কাঞ্চনজঙ্ঘা, পায়ে,
চলার বন্ধুর পথ ।
কতো সংগ্রাম, জীবন যাত্রায় কতো যাতনা বিষাদ
অফুরন্ত বেদনা ক্লেশ । মেঠো পথে, সবুজ শ্যামলিমায়
দেখেছি, পাহাড়ি ঢলে ধ্বসে গেছে কতো কাচা পাকা –
বাড়ীঘর, থেমে গেছে হটাৎ জীবন সংগ্রাম,
মৃত্যুর বিভীষিকায় অসহ-বেদনার আর্তচিৎকার !

– দীর্ঘশ্বাসে ধুকে ধুকে ডুবে গেছে জীবন ।
মহামারী করোনায়, কঠিন রোগে কোটি কোটি
মানুষ হারিয়েছে জীবন । বিশ্বে ঘটেছে অর্থনৈতিক
বিপর্যয়, অগ্নিবলয় ।

অপরিসীম দুঃখ বেদনায় পেয়েছে নতুন নতুন সংকেত
অসহ জীবনের কতো দীর্ঘশ্বাস । বিবর্তনে সভ্যতার বিকাশ ।
কতো কামনা-বাসনা ডুবেছে সাগরজলে, নোনাজলে
রিক্ত শূন্য জীবনের হতাশায় কেঁপেছে হৃদয়ের ঐশ্বর্য
– খালি হয়েছে কতো মায়ের বুক । কতো প্রাণ নাশ ।

স্রষ্টার সৃষ্টি রহস্য, পরীক্ষা বুঝা ভার –
ধৈর্যশীলদের ঈমানী সত্তা, অনেক বলিষ্ঠ, দুর্বার ।
জীবন সুখময়, তাঁরই (আল্লাহর) দেয়া নিয়ামত, সকল প্রশংসা
খোদাবন্দতায়ালার ।
তাকওয়া গুনে মানুষ পায় তার সঠিক পুরস্কার ।
কায় ক্লেশের জীবন, সংগ্রাম, আদর্শ তৌহিদ ইসলামী শিক্ষার ।

 

লেখকঃ Abdus Salam Khan Pathan

Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!