বিপিএলের ফাইনালে চিটাগং কিংস অবিশ্বাস্য শুরু করবে, এমনটা অনেকেই কল্পনা করেননি। কিন্তু আজ মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খাজা নাফি ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটি চমকে দিয়েছে সবাইকে। তারা গড়েছেন ১২১ রানের পার্টনারশিপ, যা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।
এর আগে বিপিএলের কোনো ফাইনালে শতরানের উদ্বোধনী জুটি ছিল না। ২০২৩ সালে বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন, যা এতদিন সর্বোচ্চ ছিল।
বিপিএলের ইতিহাসে এটি প্রথম হলেও, যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটি ষষ্ঠ সর্বোচ্চ ওপেনিং জুটি।
৭৬ বলে ১২১ রানের এই জুটিতে দুজনেই খেলেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে। শুরুটা করেছিলেন পারভেজ হোসেন। প্রথম ৬ ওভারে চিটাগং কিংসের সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান, যেখানে পারভেজের অবদান ছিল ১৫ বলে ৩২ রান। তখন খাজা নাফির রান ছিল ২১ বলে ২২।
এরপর খোলস ছেড়ে বের হন নাফি। ১২তম ওভারে রিশাদ হোসেনের বলে ছক্কা মেরে ৩৭ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। মাইলস্টোন ছোঁয়ার পরের বলেও তিনি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ১৩তম ওভারে ৪৪ বলে ৬৬ রান করে আউট হন।
অন্যদিকে, পারভেজ নিজের স্বাভাবিক খেলায় অটল ছিলেন। ৩০ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৯ বলে ৭৮ রান নিয়ে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে চিটাগং কিংসের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান।
বিপিএলের ফাইনালে এই রেকর্ড গড়া জুটি কি দলকে শিরোপা এনে দেবে? সেটাই এখন দেখার বিষয়।