বিপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম কিংসকে ৩ বল থাকতে ৩ উইকেটে হারিয়েছে তারা। দলকে ম্যাচ জেতানো ভিত্তি এনে দিয়ে ফাইনাল সেরা হয়েছেন তামিম ইকবাল। তিনি ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ফাইনাল সেরা হিসেবে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন তিনি।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি খুলনা টাইগার্সকে কোয়ালিফায়ারে তুলতে বড় ভূমিকা রাখেন। ব্যাট হাতে ৩৫৫ রান করেন এবং ১৩ উইকেট নেন এই অলরাউন্ডার। যে কারণে তাকে টুর্নামেন্টের সেরা ঘোষণা করা হয়েছে। মিরাজ ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন।
বিপিএলের সেরা ফিল্ডারের পুরস্কার জিতে বিস্ময় উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে চুপিচুপি নিজের কাজটা দারুণভাবেই করেছেন অভিজ্ঞ মুশফিক। ১৪টি ডিসমিশাল অর্থাৎ উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ও স্টাম্পিং করেছেন। দুটি রান আউটেও সহায়তা করেছেন। ইনজুরির কারণে ম্যাচ মিস ও কিপিং মিস না করলে সংখ্যাটা বাড়তে পারত। মুশফিক ৩ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।
টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন তানজিদ তামিম। যদিও এক বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। গত বিপিএলেও ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। ব্যাট হাতে এবারো সেঞ্চুরি পেয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তিনি। বয়সের দিক থেকে তাকে উদীয়মান বলাই যায়। তানজিদ ৩ লাখ টাকার অর্থ পুরস্কার জিতেছেন।
বিপিএলে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার ওপেনার নাঈম শেখ। তিনি ৫ লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। ২৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নেওয়ার পুরস্কার জিতেছেন দুর্বার রাজশাহীর তাসকিন। তাকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।
খুলনা গেজেট/এএজে