খুলনা, বাংলাদেশ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্যবসায়ীকে অপহরণ : যুবদলের সাবেক সভাপতি, জাতীয় নাগরিক পার্টির নেতাসহ আটক ৫

বিপন্ন প্রজাতির মেছোবিড়াল হত্যা, যুবক আটক

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় টেঁটাবিদ্ধ করে নির্মমভাবে বিপন্ন প্রজাতির একটি মেছোবিড়ালকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। আটক আলমগীর উপজেলার ধন্যঘরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আলমগীরের বাড়ির পাশে ধানক্ষেত রয়েছে। সেখানে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত রয়েছে। সম্প্রতি ধানক্ষেতে একটি মেছোবিড়াল দেখতে পান তিনি। মেছোবিড়াল তার হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে টেঁটা নিয়ে নিয়মিত পাহারা দেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে একটি মেছোবিড়াল ধানক্ষেতে আসলে পেছনের দিকে টেঁটাবিদ্ধ করে টেনে হিঁচড়ে রাস্তার উপর নিয়ে আসেন আলমগীর। বিড়ালটি প্রাণে বাঁচতে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শক্ত করে বিদ্ধ করে রাখা হয় টেঁটা। মৃত্যু নিশ্চিত করে টেঁটামুক্ত করা হয় বিড়ালটিকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে।

পরে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীরসহ বন বিভাগের কর্মকর্তা ও জেলার পরিবেশবাদী সংগঠনের নেতারা। এ সময় অভিযুক্ত আলমগীর হোসেনকে আটক করে পুলিশ। মাটিতে দাফন করা হয়েছে মৃত মেছোবিড়ালটি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার জন্য বন বিভাগকে বলা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!