যশােরের চৌগাছায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। যশাের কপােতাক্ষ লায়ন্স ক্লাব ও মেসার্স মৃধা ট্রেডার্স এর প্রােপাইটার আলহাজ আব্দুল হালিম চঞ্চলের যৌথ উদ্যােগে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বুধবার (১১ নভেম্বর) চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজে মাঠে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা শিবিরের উদ্বােধন করেন যশাের জেলা বিএনপির আহবায়ক ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় তিনি বলেন, লায়ন্স ক্লাব যে সেবা মুলক কাজ করে থাকেন তা সর্বত্র প্রসংশিত। আজ চৌগাছার মত একটি উপজেলাতে এসে তারা বিনামূল্যে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। যারা এখান থেকে সেবা নিবেন তারা নিয়মিত এই প্রতিষ্ঠানের সাথে যােগাযাগ রাখবেন। দেশের নিন্মবত্ত শ্রেনির মানুষ অনেকে সেবা থেকেই বঞ্চিত। অধিক টাকা ব্যয় হওয়ার ভয়ে অনেকে সুচিকিৎসা না নিয়ে বাড়িতেই বসে থাকেন। সমাজের ওই শ্রেনীর মানুষকে লায়ন্স ক্লাব সেবা দিচ্ছেন। যারা আজকে এই সেবা গ্রহন করবেন তারা ভাগ্যবান বলে আমি মনে করি।
তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক প্রদীপ কুমার ঘােষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম লিটু। চক্ষু শিবিরের আয়ােজক ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশাের জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র এ্যাড. মোঃ ইসাহক, যশাের কপােতাক্ষ লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আখতার ইকবাল।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সহকারী পরিচালক সফিকুল ইসলাম, বাহাউদ্দিন আহমেদ, এসএম মনােয়ার রহিম, কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মােস্তাফিজুর রহমান মােস্তাক ও আলীবুদ্দিন খান, বিএনপি নেতা আনিছুর রহমান, সাহেব আলী, আজগার আলী, শাহআলম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মানানসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও চিকিৎসা সেবা নিতে আসা রােগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ