বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা। এমন নীতিমালা প্রকাশের এক দিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার এক আদেশে এ নীতিমালা বাতিল করা হয়েছে। এতে বিদেশ ভ্রমণে চিকিৎসকদের বাধা রইল না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দপ্তর অথবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের নীতিমালা বিষয়ে ২৪ নভেম্বরে জারি করা অফিস আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
এর আগে গতকাল রবিবার প্রকাশিত নীতিমালায় বলা হয়েছিল, কোনো প্রার্থী বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুইবার বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কিংবা কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন। প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত (দায়িত্ব পালনরত), কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন। প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে গমন করতে পারবেন।
খুলনা গেজেট/কেডি