খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বিদায়ী বছরে ভোমরা দিয়ে দেশীয় পণ্য রপ্তানিতে রাজস্ব আয় ১৬ কোটি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বিদায়ী বছরে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বিভিন্ন প্রকার বাংলাদেশী পণ্য ভারতের রপ্তানি করে ১৬ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব আয় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই বন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভোমরা বন্দর। অধিক হারে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ায় বেড়েছে রপ্তানি মূল্যের প্রবৃদ্ধি।

ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভোমরা বন্দর দিয়ে ২৩ টি বিভিন্ন প্রকার দেশীয় পণ্য ভারতের রপ্তানি হচ্ছে। রপ্তানিকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে ইয়ার্ন, ওয়েস্ট, ক্লিনিং ক্লথ, ক্যাপ, জুট ইয়ার্র, পলেস্টার স্টাপল ফাইবার, কুড়ার তেল, ফার্নিচার, মশারির নেট, পলেস্টার সুতা, ফিশি নেট, প্লাস্টিক বাথরুম ফিটিং, তাঁত শাড়ি, লুঙ্গি, আদর ক্লে, অপরিশোধিত তিলের তেল, কটন ওয়েস্ট, ট্রাভেল ব্যাগ, সয়া এসিড ওয়েল, রেডিমেড গার্মেন্টস, টোস্ট, জুস, চিপস ও লিচি।

বিদায়ী বছরের (২০২৪) ডিসেম্বর মাস পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে দেশীয় এসব পণ্য ভারতের বাজারে রপ্তানি করে দেশীয় মুদ্রায় ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা রাজস্ব আয় করেছে এনবিআর। এর মধ্যে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে ২৫ হাজার ৫৬২ মেট্রিকটন পণ্য রপ্তানিতে দেশীয় মুদ্রা আয় হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ১২৭ টাকা। আগস্ট মাসে ৩১ হাজার ৬৪৮ মেট্রিকটন পণ্য রপ্তানিতে আয় হয়েছে, ২ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪ টাকা, একই অর্থবছরের সেপ্টেম্বর মাসে ৩০ হাজার ৫০০ টাকা, ২৪ মেট্রিক টন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৩৫০টাকা, অক্টোবর মাসে ২৫ হাজার ৫১৫ মেট্রিকটন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৯ টাকা, নভেম্বর মাসে ৩০ হাজার ৭৫০ মেট্রিকটন পণ্য রপ্তানিতে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ৮৯৯ টাকা এবং ডিসেম্বর মাসে ২৭ হাজার ৬০৪ মেট্রিকটন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১৩৪ টাকা।

ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশীয় পণ্য রপ্তানি করে সরকার ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা দেশীয় মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। স্থল শুল্ক স্টেশনের এন্ট্রি শাখা থেকে রপ্তানির তুলনামূলক তথ্য নেওয়া হয়েছে। রপ্তানি বাণিজ্য দেশীয় মুদ্রায় রাজস্ব আহরণের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, পণ্য রপ্তানিতে আমাদের দেশ অন্যান্য উন্নয়নশীল দেশের মতো সুবিধা লাভ করছে। এছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে কলকাতার দূরত্ব অন্যান্য বন্দর অপেক্ষা কম হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করতে বেশি আগ্রহী।

ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, সম্প্রতি সময়ে উল্লেখযোগ্যভাবে রপ্তানি বাণিজ্য বেড়েছে ভোমরা বন্দরে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে দেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান ভোমরা বন্দর ব্যবহার করছে। ভোমরা বন্দর দিয়ে ২৩টি বিভিন্ন প্রকারের দেশীয় পণ্য ভারতের বাজারে রপ্তানি হচ্ছে। এসব পণ্য বিদেশে রপ্তানি করে বিদায়ী বছরে ১৬ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব আয় করেছে সরকার। ফলে দেশের অন্যান্য স্থল বন্দরের চেয়ে ভোমরা বন্দরে রপ্তানি মূল্যের প্রবৃদ্ধি ১৮ দশমিক ৯৫ শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!