খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান
  ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজার ২৯৪, আহত ১২ হাজার ১৯ জন : রোড সেফটি ফাউন্ডেশন
গ্রেপ্তার হয়েছে ৭৯৯ জন

বিদায়ী বছরে পাইকগাছায় ধর্ষণ, হত্যা ও মাদকসহ ১৮৪ টি মামলা

পাইকগাছা প্রতিনিধি

বিদায়ী বছরে খুলনার পাইকগাছা থানায় ধর্ষণ, হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ১৮৪ টি মামলা রেকর্ড করা হয়েছে। যার মধ্যে মাদক মামলা ছিল শীর্ষে। একই সময়ে এসব ঘটনায় ও সাজাপ্রাপ্তসহ মোট ৭৯৯ জন আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ২০২৪ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাইকগাছা থানায় ধর্ষণ ও নারী নির্যাতন মামলা ৮টি, সন্ত্রসী আইনে ১ টি, হত্যা মামলা ৩ টি, ডাকাতি ১ টি, সড়ক দূর্ঘটনার মামলা ৪ টি, মাদক দ্রব্য আইনে ৩৫ টি এবং অন্যান্য বিভিন্ন অপরাধে আরো ১৩৩ টি মামলাসহ মোট ১৮৪ টি মামলা রেকর্ড করা হয়। একই সময়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত ৮২ জন আসামীসহ বিভিন্ন মামলায় আরো ৭১৭ জনসহ মোট ৭৯৯ জন আসামীকে গ্রেপ্তার করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো: সবজেল হোসেন জানান, ২০২৩ সালের তুলনায় ২৪ সালে মামলা বা অপরাধের পরিমাণ কম ছিল। তবে বিগত বছরে থানার আলোচিত মামলা ছিল, উপজেলার রাড়ুলী ইউনিয়নের এক গৃহবধুকে মুখে সুপার গ্লু আঠা দিয়ে ধর্ষণ ও ডাকাতির ঘটনা। যা সারাদেশে ব্যাপক আলোচিত ও সমালোচিত ঘটনা ছিল। এছাড়া গত বছর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যত্থানে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পাইকগাছায় বেশ কিছু ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!