খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী মিনি ট্রাক পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত

বিজয় দিবসে জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন না করলে ব্যবস্থা

নিজস্ব প্রতি‌বেদক

বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করলে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গতবছর করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে বিজয় দিবস উদযাপন করা হয়েছিলো। এবছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বিস্তৃত পরিসরে উদযাপন করা হবে। বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকলেও কোন ধরণের মেলার আয়োজন না করার সরকারি সিদ্ধান্ত রয়েছে। এসময় তিনি পতাকা বিধি মেনে যথাযথভাবে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ করে।

সভায় জানানো হয়, বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও মুক্তিযোদ্ধাদের পৃথকভাবে সংবর্ধনা জানানো হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আজমুল হক, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!