মোংলায় বিএনপির উপজেলা ও পৌর কমিটি গঠনে নিয়ে শহরে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মাঠ পর্যায়ে কমিটির তালিকায় আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে দাবী করে বিক্ষোভ করেন তারা।
সম্মেলন প্রস্তুত কমিটির মোংলার আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম গোরা বলেন, কমিটি গঠনের তালিকায় যাদের সদস্য করা হয়েছে, তাতে দলের একাংশের নেতা-কর্মীর আপত্তি ও অভিযোগ রয়েছে। তাই পূর্ব নির্ধারিত উপজেলা ও পৌর কমিটির কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। পুনরায় কবে কমিটি গঠনের কাজ শুরু হবে তা শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
দীর্ঘ ১৭বছর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকায় নেতা-কর্মীদের নেতৃত্ব হারিয়ে ফেলেছিল দলটি। গত ৫আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বিএনপি। তাই গত ২৪ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জেলা বিএনপির সকল পর্যায়ের উপজেলা ও পৌর কিমিটি গঠনের জন্য মনিটিরিং টিম গঠন করা হয়। সেই অনুযায়ী উপজেলায় ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের জন্য তালিকা তৈরী করে স্থানীয় দায়িত্ব প্রাপ্ত নেতারা। কিন্ত সেই তালিকায় বিএনপির ত্যাগী কর্মীদের নাম না রেখে আওয়ামী লীগের সমর্থকেদর নাম আসায় রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন বিএনপির তৃনমুলের নেতা-কর্মীরা। কমিটি গঠনের নেতৃবৃন্দের অবস্থানকৃত আবাসিক হোটেলের সামনে এসে জড়ো হয় নেতা কর্মীরা। তাৎক্ষনিক নেতা-কর্মীদের তোপের মুখে উপজেলা কমিটি ঘোষণা স্থাগিত করে সম্মেলন প্রস্তুত কমিটির নেতারা। পরে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে তালিকার স্বচ্ছতা যাচাই করে পুনরায় কমিটি তৈরির ঘোষণা দেন তারা।
এর পর সন্ধ্যার দিক পৌর কমিটির সচ্ছতা নিয়ে বিক্ষোভ করেন পৌর বিএনপির বিভিন্ন অংগসংগঠনের কর্মীরা। এ সময় তারা বিতর্কিত সদস্য ফর্ম রাস্তায় ছুড়েফেলেন। নেতা কর্মীদের বিক্ষোভের এক পর্যায়ে সম্মেলন কমিটির নেতৃবিন্দ রাতেই কমিটি গঠনের সকল কার্যক্রম বন্দকরে দেন।
খুলনা গেজেট/ টিএ