খুলনা, বাংলাদেশ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে’র বক্তব্যে প্রধান উপদেষ্টা
  বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিভিন্ন স্থানে হামলায় উদ্বেগ, নিন্দা-প্রতিবাদ

বিএনপি রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করে তুলছে: এনসিপি

গেজেট ডেস্ক

বিএনপির কার্যকলাপ রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি। বুধবার (২ এপ্রিল) এনসিপির যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তঃসংঘর্ষ এবং অন্তর্কোন্দলের জেরে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

দলটি বলেছে, আমরা লক্ষ করছি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। কেন্দ্রীয় নেতাগণ প্রায় সময় রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন ঠিকই এবং অবাধ্য ও অপরাধী নেতাকর্মীদের বহিষ্কার করা হলেও একই ধরনের হিংস্র কার্যকলাপ চলছে। যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাই।

এতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ মার্চ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যকার সংঘর্ষে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক জনাব মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এতে তার হাত ভেঙ্গে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময়ে স্থানীয় বিএনপি কতিপয় সদস্য দ্বারা এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা এনসিপির কর্মী-সংগঠকদের নিয়মিত হুমকি-ধামকি প্রদান করে যাচ্ছে। সাত-আট মাস পর ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছেন তারা। সাত-আট মাস পর স্থানীয় বিএনপির হাতে ঠিক কোন ধরনের বাস্তবতা তৈরি হবে যার দরুন তারা ‘দেখে নিতে’ পারবেন তা এনসিপির বোধগম্য নয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!