খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য ও সন্তুষ্টি লাভে নিজেদের এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবিষ্ট করেন। বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আত্মার বিশুদ্ধতা অর্জনে নিয়োজিত হয়। এই মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। সারাদিন সকল ধরণের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালবাসা অর্জন করেন। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।
শনিবার (১ মার্চ) দুপুরে খুলনা মহানগর ও থানা বিএনপির যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় আগামী ৭ মার্চ ৬ রমজান খুলনা ক্লাব ও খুলনা অফিসার্স ক্লাবে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ মার্চ ১৩ রমজান খুলনা ক্লাবে নগরীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম নিয়ন্ত্রণ, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করতে হবে। ইফতারি ও সেহরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। একই সাথে রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা বেহায়াপনা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভা থেকে খুলনা মহানগর বিএনপির সম্মেলন-২০২৫ সফল করায় খুলনাবাসি, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দীর্ঘ ১৬ বছর পর শতষ্ফূর্তভাবে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মহানগর বিএনপির সম্মেলনকে সফল করার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। সম্মেলনে অংশগ্রহনকারী সকল কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ সাধারণ মানুষের অংশগ্রহন সম্মেলনকে শতভাগ সফল করায় মহানগর বিএনপি চিরকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, একই সাথে বিদ্যুৎ বিভাগের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। খুলনা জেলা ক্রীড়া সংস্থা, সার্কিট হাউজ ব্যবহারে সহযোগিতা করায় কেসিসি ও কেডিএস, খুলনার বিভিন্ন ক্লাব সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি, সাউন্ড সিস্টেম ও সঙ্গীত পরিবেশনে অংশগ্রহনকারী শিল্পিদের ধন্যবাদ ও নগরজুড়ে যানজট সৃষ্টিতে নগর বাসির সামান্য ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ ককরা হয়। সভা থেকে বিগত ১৭ বছর পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়। সভা থেকে কেন্দ্রীয় বিএনপির বর্ধিত সভায় যে ঐক্যের ডাক, ভোটের জোর প্রস্তুতির আহবান জানানো হয়েছে সে ব্যাপারে সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, নাসির উদ্দিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সোহাগ মোল্লা, রকিবুল ইসলাম মতি প্রমূখ।
খুলনা গেজেট/ টিএ