খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
  ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজার ২৯৪, আহত ১২ হাজার ১৯ জন : রোড সেফটি ফাউন্ডেশন
  সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ

গেজেট ডেস্ক 

নতুন করে খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও মোবাইলে ইন্টারনেট ব্যবহারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ানোর পরিকল্পনা করছে। এগুলোর ওপর আরও ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়তে পারে।

এমন হলে ভ্যাট , সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে মোট কর ৪২ শতাংশে পৌঁছাবে যা বর্তমানে আছে ৩৯ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নতুন করে ৩ শতাংশ ভ্যাট সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে আদেশ জারির প্রক্রিয়া চলছে।

মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতি ১০০ টাকার রিচার্জ বা ইন্টারনেট খরচের বিপরীতে গ্রাহককে কর হিসেবে ৩৯ টাকা দিতে হয়। অর্থাৎ গ্রাহক ব্যবহার করতে পারেন ৬১ টাকা।নতুন করে কর কার্যকর হলে প্রতি ১০০ টাকায় কর বাবদ কেটে রাখা হবে ৪২ টাকা, আর ব্যবহারযোগ্য টাকা কমে দাঁড়াবে ৫৮ টাকায়। এতে বছরে অন্তত ১ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার।

এছাড়াও মোবাইল ইন্টারনেট সেবা ব্যতীত আরও ৪৩টি ক্যাটাগরিতে পণ্য ও সেবায় (হোটেল, রেস্টুরেন্ট, বিমান ভ্রমণ এবং তামাকজাত পণ্য) ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি বাড়াতে পারে।

এদিকে শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেয়া হচ্ছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্যমতে, গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় ৪০ লাখ।

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!