খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

বাজেটোত্তর ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা

গেজেট ডেস্ক

WPB

জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত বাজেটে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার কোনো কার্যকরী দিকনির্দেশনামূলক পদক্ষেপ না থাকার প্রতিবাদে মঙ্গলবার ( ২৫ জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি লুটপাট-পাচারকারীরা নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়নি। দ্রব্যমূল্যে ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থপাচার, ব্যাংকিং খাতে লুট-নৈরাজ্য, খেলাপী ঋণের বিশাল পাহাড়, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। বক্তারা এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বাজার নিন্ডিকেট ভেঙ্গে পূর্ণ রেশনি ব্যবস্থা চালু, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের চিহ্নিত করতে ও ব্যাংকিং খাতে লুটপাট-নৈরাজ্য বন্ধ করতে কমিশন গঠন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে-খেলাপী ঋণ আদায়ে বিশেষ ব্যবস্থা নিতে এবং বিচার করতে বিশেষ ট্রাইবুনাল গঠন করার জোর দাবি জানান।

পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা প্রমুখ। সভায় উপস্থিত গণতন্ত্রী পার্টি খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হাওলাদার সংহতি প্রকাশ করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!