খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে: খলিলুর রহমান
  বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাচ্চার বয়স ১০ হলে, তোর হবে ৭০ বছর: দেবকে বাবা-মায়ের খোঁচা

বিনোদন ডেস্ক

দেখতে দেখতে ৪২ বছরে পা রেখেছেন টলিউড সুপারস্টার দেব। তার প্রেমজীবনও বহুদিন ধরেই সকলের জানা। দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। এমনকী নায়কের হাত ধরেই সিনেমার জগতে পা রাখেন রুক্মিণী।

কিন্তু বিয়ের কথা উঠলেই দু’জনে এড়িয়ে যান। কবে সাতপাকে বাঁধা পড়ছেন এই জুটি, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেন না। ভক্তদের এড়িয়ে গেলেও বিয়ের জন্য বাড়িতে নাকি বেশি চাপ দেওয়া হয় দেবকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বিষয়টি খোলাসা করেছেন। দেব বলেন, প্রতিদিন আমাকে বাসায় শুনতে হয় ‘বিয়ে কর বিয়ে কর। কবে বাচ্চা হবে! তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চার যখন ১০ বছর হবে, তোর বয়স তখন ৭০ হবে।’ এগুলো প্রতিদিন আমাকে শুনতে হয়। এখন তো আমার বাবা-মাও হাল ছেড়ে দিয়েছেন।

দেবের কথার রেশ টেনেই উপস্থাপক প্রশ্ন করেন, ‘তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?’ নায়কের জবাব আসে, ‘আপাতত তো নেই। তবে হ্যাঁ একদিন তো করতে হবেই।’

সঞ্চালক দেবের সঙ্গে তার দাদার তুলনা টেনে বলেন, ‘আমার দাদা এই কারণে বিয়েই করল না। সে বলে,আমি যদি ৪০-এ বিয়ে করি, ২ বছর পর বাচ্চা হবে। আমি যখন রিটায়ার করব, তখন আমার বাচ্চার বয়স হবে মাত্র ১৮।’

তবে দেব এতে স্পষ্ট করেন, ‘না আমার বিয়ে না করার পেছনে এই কারণটা নেই….।’

শুধু দেব নন, বিয়ের কথা উঠলে হাওয়ায় উড়িয়ে দেন রুক্মিণী মৈত্রও। এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ্যাম রেডি টু গেট ম্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ্য।’

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!