খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

বাগেরহাট জেলা পুলিশ সুপারকেমোংলায় বিদায় সংবর্ধনা

মোংলা প্রতিনিধি

বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে ৷ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ার) সন্ধ্যায় বদলীজনিত কারণে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা জানানো হয় ৷ এ সময় সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ৷

মোংলা পোর্ট পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এর সভাপতিত্বে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশে সুপার পংকজ চন্দ্র রায়।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘‘আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয় ৷ আপনাদের নুন খেয়েছি, গুন আমার গাইতেই হবে ৷মোংলার মানুষ কারিশমা জানে ৷ যে জাদুর জন্য সব আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হয় ৷ মোংলা বন্দর , ইপিজেড, বিমানবন্দর, রামপাল পাওয়ার প্লান্ট সব আপনাদের ৷ আপনাদের সোনার মানুষ গড়ে তুলতে হবে, গড়ে উঠতে হবে ৷ কারন আপনাদের এই সম্পদের সঠিক ব্যাবহার না করতে পারলে সেটি টিকিয়ে রাখা বড়ই কষ্টদায়ক হবে” ৷ বাংলাদেশকে সবাই চেনে , কিন্তু কেউ কেউ মোংলাকে বেশী চেনে ৷ তিনি আরো বলেন ,মোংলার মানুষের সাথে আমার দীর্ঘ পরিচয় , কারন এটা আত্নার টান৷

সুনামের সাথে দায়িত্ব পালনের জন্য মোংলা উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান আগত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।মোংলা সরকারী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডিশনাল এসপি মো. সাফিন আহমেদ, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ইউপি চেয়ারম্যানগনের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম,মোংলা পোর্ট পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের পক্ষ থেকে ১নং ওয়ার্ড কাউন্সিলর এস এম কবির হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী শেখ আঃ সালাম,মোংলা প্রেস ক্লাবের সভাপতি এইচ,এম,দুলাল,মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় (পিপিএম) ২০১০ সালের ৫ জুলাই বাগেরহাটে যোগদান করেন ৷ এরপর থেকে টানা ১১ বছর তিনি এই জেলায় কর্মরত ৷ এবার তিনি বিশেষ পুলিশ সুপার হিসেবে ঢাকা সিআইডি হেড কোয়ার্টারে যুক্ত হবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!