বাগেরহাটের কচুয়ায় ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দিয়েছে ‘চলো পাল্টাই’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (২৯ মার্চ) সকালে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ বাজার থেকে ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার ব্যবস্থা করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
প্রতি প্যাকেট ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই, তেল, গুঁড়া দুধ, চিনি, পোলাওয়ের চাল, পেঁয়াজ, নুডুলস ইত্যাদি। নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনে ঈদ করার মত সামর্থ্য যাদের নেই, ঈদের আগ মুহূর্তে নামমাত্র মূল্যে সেসব ঈদ সামগ্রী পেয়ে খুশি তারা।
‘চলো পাল্টাই’ সংগঠনের উদ্যোক্তা ইনামুল হক জানান, আমরা সংগঠনের পক্ষ থেকে ৫২০ টি পরিবারের মাঝে ১০ টাকায় ঈদ বাজার বিক্রি করছি। ঈদ উপহারের এই প্যাকেটে আমরা ৮ টি পণ্য দিয়েছি। যা ঈদের সময় প্রতিটি পরিবারেই দরকার হয়। যে সকল পরিবারের এই পণ্যগুলো বাজার মূল্যে কিনতে কষ্ট হয়, তাদের দেওয়া হয়েছে। আগামীতে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ টাকার বাজার ব্যবস্থা করা হবে ।
কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, কচুয়া উপজেলায় ‘চলো পাল্টাই’ সংগঠন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। আমরা চাই এরকম আরও সামাজিক সংগঠন ভালো কাজে এগিয়ে আসুক। উপজেলা প্রশাসন সব সময় ভালো কাজের সাথে আছে।
খুলনা গেজেট/জেএম