খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

বাগেরহাটে গরুর মাংসের অতিরিক্ত দাম নিয়ে বাকবিতন্ডা, হামলায় ক্রেতা আহত

নিজস্ব প্রতি‌বেদক, বাগেরহাট

বাগেরহাটে গরুর গোশতের দাম দোকানে প্রদর্শিত মূল্য তালিকার অতিরিক্ত নেওয়ার কারণ জানতে চাওয়ায় তিন ক্রেতাকে মারধর করেছে ব্যবসায়ীরা। সোমবার (২ মে) বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজার সংলগ্ন শহর রক্ষা বাধের এমাদুলের গরুর মাং‌সের দোকানে এই মারধরের ঘটনা ঘটে।

গুরুত্বর আহত লিটুকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সাথে জড়িত ইব্রাহীম মোল্লা (২২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে বাগেরহাট থানা পুলিশ। আটক ইব্রাহিম মোল্লা বাগেরহাট নাগেরবাজার এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে।

আহতরা হলেন, বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার মোঃ শামীম হাসানের ছেলে মোঃ লিটু, একই এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) এবং মাঝিডাঙ্গা এলাকার আশ্বাব আলী হাওলাদারের ছেলে মোঃ রহমত (২৭)। এরা তিনজনই পেশায় এ্যাম্বুলেন্স চালক। ঈদ উপলক্ষে গরুর গোশত ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গিয়েছিল তারা।

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ লিটু বলেন, দোকানে প্রদর্শিত মূল্য তালিকায় গরুর গোশের কেজি লেখা ছিল ৬৫০ টাকা। আমরা কিনতে চাইলে সাতশ টাকা কেজি চাইল চর্বিসহ। চার্টে লেখা মূল্যের অতিরিক্ত নিলে চার্টের কি প্রয়োজন? দোকানির কাছে এটা জানতে চাই আমরা। তখন তারা আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করে। এক পর্যায়ে আমাদেরকে মারধর শুরু করে। ইব্রাহীম, এমাদুল, আরিফুলসহ ৫-৬জন আমাদেরকে লাঠি দিয়ে পেটায়। একজন আমার মাথার উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমার সাথে থাকা রহমত ও আব্দুর রাজ্জাককেও মারধর করেছে তারা। আমরা এই হামলার বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইব্রাহীম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা করছে পুলিশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!