খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের জোনাল কমান্ডার লেভেল মিটিং

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোস্টগার্ড বেইস মংলায় ভারত কোস্টের মধ্যাকার 4th Regional/ Zonal Commander’s Level Meeting ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তির আলোকে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

কোস্টগার্ড’র উপ-মহাপরিচালক কমডোর এম আনোয়ার হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ভারতীয় কোস্টগার্ড’র পক্ষ থেকে ভারত কোস্টগার্ড আঞ্চলিক সদর দপ্তর কলকাতা এবং ভারত কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।

এসময় দুই দেশের প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্টগার্ডের করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ের পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্টগার্ড অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!