ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বর্ষসেরা এই ওয়ানডে দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহীমের সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি দলেও। তবে বছরের সেরা টেস্ট দলে কেউ নেই বাংলাদেশের। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে ইংল্যান্ডের জো রুটকে। মেয়েদের বর্ষসেরা দলও ঘোষণা করেছে ক্রিকইনফো। তবে সেখানে বাংলাদেশের কেউ জায়গা পাননি।
ওয়ানডে ক্রিকেটে গেল বছরটা বেশ ভালো কেটেছে সাকিবের। ৩৯.৫৭ গড়ে ২৭৭ রানের পাশাপাশি ১৭.৫২ গড়ে সাকিবের অর্জন ১৭ উইকেট। উইকেটরক্ষক-ব্যাটার ক্যাটাগরিতে জায়গা পাওয়া মুশফিকুর রহীম ২০২১ সালে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেন। ডিসমিসাল ১০টি। আর মোস্তাফিজুর রহমান ওয়ানডেতে ২১.৫৫ গড়ে ১৮ এবং টি-টোয়েন্টিতে ২০.৮৩ গড়ে নেন ৫৯ উইকেট।
বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ফখর জামান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), রাশি ভ্যান ডার ডুসেন (দ. আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহীম (বাংলাদেশ), ওয়ানিন্ডু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), জশ লিটল (আয়ারল্যান্ড), দুশমন্থ চামিরা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
বর্ষসেরা টি-টোয়েন্টি দল: বাবর আজম (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), মঈন আলী (ইংল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), ওয়ানিন্ডু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), হর্শল প্যাটেল (ভারত), রশীদ খান (আফগানিস্তান), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
বর্ষসেরা টেস্ট দল: রোহিত শর্মা (ভারত), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্ত (ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), অলি রবিনসন (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
বর্ষসেরা নারী ক্রিকেট একাদশ: টামি বুমন্ট (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), লিজেলে লি (দক্ষিণ আফ্রিকা), স্মৃতি মন্দানা (ভারত), হিদার নাইট (ইংল্যান্ড), মারিজানে ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), হেলি ম্যাথিউস (উইন্ডিজ), আমান্ডা জেড ওয়েলিংটন (অস্ট্রেলিয়া), সোফি এক্সেস্টোন (ইংল্যান্ড), শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), আনিসা মোহাম্মেদ (উইন্ডিজ)।