বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ব্যবসায়ী বিধান বিশ্বাস আর নেই। শনিবার দিবাগত রাত ১ টায় ৫৫ মিনিটে মহানগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইপুত্র,এক কন্যা, জামাতা,পুত্রবধূ,নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মরদেহ বটিয়াঘাটা বাজার নাট মন্দির প্রাঙ্গনে আনলে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। এ সময় তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, জাপার প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দীলিপ হালদার, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,হুইপ তনয় পল্লব বিশ্বাস রিটু, বিএনপি নেতা সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মিলন গোলদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, আলীগনেতা মৃন্ময় পাল, পলাশ রায়, রাজ কুমার রায়, বিবেক বিশ্বাস, মানস পাল, বিএম মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, গোবিন্দ মল্লিক, এসএম ফরিদ রানা, নারায়ন চন্দ্র রায়, শিক্ষক অন্নদা শংকর রায়, লিটন মন্ডল, মলয় বরন রায়, লোকোজ কর্মকর্তা দেবপ্রসাদ সরকার, আসলাম তালুকদার, বিপ্লব মল্লিক, পার্থ রায় মিঠু, মিজানুর রহমান মিজান, সাংবাদিক যথাক্রমে পরিতোষ রায়, এস এম এ ভূট্টো, এ্যডভোকেট প্রশান্ত বিশ্বাস, বুদ্ধদেব মন্ডল, শাওন হাওলাদার, আহসান কবীর, শাহীন বিশ্বাস, হিন্দু জোটের জেলা নেতা ধীরাজ মন্ডল ও তুহিন রায় প্রমূখ। বেলা ১২ টায় তার শেষকৃত্যানুষ্ঠান গ্ৰামের বাড়ি ছয়ঘরিয়া মহা শ্মশ্মান ঘাটে সম্পন্ন হয়।
খুলনা গেজেট/কেএম