খুলনা, বাংলাদেশ | ১০ বৈশাখ, ১৪৩১ | ২৩ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজধানীর সদরঘাটের শ্যামবাজারঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে
  বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব
  নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক ড্রাইভার নিহত

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কটু‌ক্তি, জাবি শিক্ষার্থীর কারাদণ্ড

গেজেট ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল আলম বাবুকে (২৩) সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ রায় দেন।

রায়ের আগে বাবু আদালতে উপস্থিত হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়।

২০১৫ সালের ৪ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র আল আমিন সেতুর লেখা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর একটি কলাম পত্রিকায় হয়। ওই লেখাটি একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র মোরশেদুর আকন্দ ফেসবুকে শেয়ার করেন। ওই পোস্টে শামসুল আলম বাবু তার ‘মো. কবির মামু’ নামের ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আল আমিন সেতু লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করলে শামসুল আলম বাবুকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. ইয়াকুব আলী মিয়া শামসুল আলম বাবুকে আশুলিয়া থানায় হস্তান্তর করেন। ৫ আগস্ট শামসুল আলম বাবুর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তিনি। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ এপ্রিল শামসুল আলম বাবুকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৬ সালের ২১ জুলাই সাইবার ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে বিভিন্ন সময়ে নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!