খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‌“এখনো কৃতদাস” ও “যশোর রোড” নাটক মঞ্চস্থ

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মঞ্চস্থ হয়ে গেলো ২টি নাটক “এখনো কৃতদাস” ও “যশোর রোড”। বৃহস্পতিবার রাতে স্থানীয় শেখ মনি অডিটরিয়ামে গোপালগঞ্জ থিয়েটার ও নড়াইল ড্রামা সার্কেল-এই মঞ্চ নাটকের আয়োজন করে।

৭১-এর যশোর রোডে পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুয়ের উপর যে হত্যাকান্ড ঘটিয়েছিল সেই কাহিনী অবলম্বনে আব্দুস সবুর রচনা ও নির্দেশনায় “যশোর রোড” এবং জীবন-জীবিকার প্রয়োজনে অনেক সম্ভাবনা হারিয়ে যায় গভীর অন্ধকারে।

মুখোশধারী তথাকথিত মানুষেরা মেতে ওঠে নগ্নতায়। তবুও থেমে থাকেনা জীবন, নতুন স্বপ্নে, নতুন আশায় চলতে থাকে জীবন। এসব আশা-ভরশা নিয়ে নাটক“এখনো কৃতদাস” মঞ্চস্থ করে নড়াইলের ড্রামা সার্কেল।আব্দুল্লাহ আল মামুনের লেখা এ নাটকটিতেও নির্দেশনায় ছিলেন শেখ আব্দুস সবুর।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এহিয়া খালেদ সাদি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ নাটকটি উপভোগ করেন।

 

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!