খুলনা, বাংলাদেশ | ১১ আষাঢ়, ১৪৩১ | ২৫ জুন, ২০২৪

Breaking News

  একই মাসে দুইবার দিল্লি সফর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ, তিস্তা প্রকল্পের ব্যাপারে ভারতের সহায়তার আশ্বাস মিলেছে : প্রধানমন্ত্রী

ফ্রিজে গরুর মাংস পাওয়ায় মধ্যপ্রদেশে ১১ মুসল্লির বাড়ি গুড়িয়ে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশে আধিবাসী অধ্যুষিত মান্ডলায় সরকারি জমিতে নির্মিত ১১ ব্যক্তির ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে পুলিশ। অবৈধভাবে গরুর মাংসের ব্যবসা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে রাজ্য পুলিশ। খবর এনডিটিভি

মান্ডলার পুলিশ সুপার রজত সাকলেচা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নাইনপুরের ভাইনসোয়াহি এলাকায় প্রচুরসংখ্যক গরু জবাই করার জন্য বন্দী করা হয়েছে এমন একটি তথ্য পাওয়ার পর এই ব্যবস্থা নেয়া হয়।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে ছুটে গিয়ে বাড়ির উঠানে প্রায় ১৫০টি গরু বাঁধা অবস্থায় দেখতে পায়। এছাড়া ১১ অভিযুক্তের বাড়ির ফ্রিজ থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে। আমরা পশুর চর্বি, গবাদিপশুর চামড়া এবং হাড়ও পেয়েছি।’

রজত সাবলেচা আরও বলেন, মাংসগুলো গরুর বলে জানিয়েছে স্থানীয় সরকারি পশুচিকিৎসক। তারপরও আমরা সেকেন্ডারি ডিএনএ টেস্টের জন্য হায়দরাবাদে নমুনাও পাঠিয়েছি। ১১ জন অভিযুক্তের বাড়ি সরকারি জমিতে থাকায় তা ভেঙে ফেলা হয়েছে।’

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত সবাই মুসলিম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!