যশোরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিপীড়িত জনতা ও তাদের স্বজনদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছে যশোর নগর ও সদর উপজেলা বিএনপি। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পযন্ত জেসগার্ডেন পার্ক বাহাদুরপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিএনপির এই আয়োজনে নিপীড়িত জনতা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের নানা অভিজ্ঞতা ও কষ্টের কথা আবেগঘনভাবে আলোচনা করেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, এই মিলনমেলা নিপীড়িত জনগণের জন্য একটি বড় সুযোগ। তারা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে এবং নতুন করে সংগ্রামের প্রেরণা লাভ করবে।
আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি মিলনমেলা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন করে উজ্জীবিত হওয়ার একটি সুযোগ।
অনুষ্ঠানে আলোচনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলুসহ নিযাতিত নেতাকর্মীরা।
খুলনা গেজেট/ টিএ