দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চলমান গণহত্যা, শিশু হত্যা ও পৈশাচিক বর্বরতার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪ টায় ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়।
এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খানজাহান আলী থানা শাখার সভাপতি মুফতি আব্দুস শাকুর যশোরী। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মিছিলে নেতৃত্ব প্রদান করেন সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি, ও ফুলবাড়িগেট ইমদাদুল উলুম রশিদিয়া দিবা-নৈশ মাদ্রাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান।
খানজাহান আলী থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মো. নাজিম হাওলাদার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাজাহান আলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মো. কামরুজ্জামান, আইম্মা পরিষদের থানা সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আজিজ ইসলামী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান শাকিল,আজাদ মোল্লা, মো. আমির হোসেন, মো. সাকিব হোসেন ,যুব আন্দোলন নেতা মাহাতাব ইবনে রফিক, বিএনপি নেতা ইমদাদুল হক, এনামুল হক ডায়মন্ড, থানা ছাত্র আন্দোলন নেতা মো. নাঈম হোসেন, ওমর ফারুক, ইউসুফ বিল্লাহ, শাহজালাল, শ্রমিক নেতা ওহিদুল ফকির, মামুনুর রশিদ মুন্না প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িগেট খুলনা-যশোর মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
খুলনা গেজেট/এএজে