ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে যশোরের কেশবপুরে বিশাল গণমিছিল করা হয়েছে।সোমবার (৭ এপ্রিল) বিকেলে কেশবপুরের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ওই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কেশবপুর শহরের পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়।
এর আগে পাবলিক ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, মানব ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ অধ্যাপক তাজাম্মুল ইসলাম দিপু, প্রভাষক তবিবুর রহমান, উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা জামাল উদ্দীন, খান কামরুজ্জামান, মাওলানা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশফি চৌধুরী অরিন, সম্রাট হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানান। এ ছাড়া ফিলিস্তিনের সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।
খুলনা গেজেট/এএজে