লঙ্কা টি-টেনের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জাফনা টাইটান্স। হাম্বানটোটা বাংলা টাইগার্সের একাদশে আছেন বাংলাদেশি হার্ড হিটার সাব্বির রহমান।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
জাফনা টাইটানস:
টম কোহলার-ক্যাডমোর, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালঙ্কা, ডেভিড ভিসে (অধিনায়ক), পাভন রথনায়েক, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ গার্টন, মালশা থারুপাথি, নুয়ান থুশারা, ট্রেভিন ম্যাথিউ, প্রমোদ মাদুশান।
হাম্বানটোটা বাংলা টাইগার্স:
মোহাম্মদ শাহজাদ, কুশল পেরেরা (উইকেটকিপার), দাসুন শানাকা (অধিনায়ক), কেনার লুইস, শেভন ড্যানিয়েল, সাব্বির রহমান, ইসুরু উদানা, সাহান আরাচিগে, ধনঞ্জয়া লক্ষন, থারিন্দু রত্নায়েকে, এশান মালিঙ্গা।
খুলনা গেজেট/এএজে