অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। টানা দ্বিতীয় আসরের শিরোপা জয়ের লক্ষ্যে নেমে টস জিতেছে তামিম ইকবালের বরিশাল। যদিও তিনি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগে ব্যাট করবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগাং। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এ নিয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলছে বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগাং কিংস। সেবার হতাশা নিয়ে ফিরলেও এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় শামিম-ইমন-খালেদরা।
অন্যদিকে, তামিমের সামনে রয়েছে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে রেকর্ড গড়ার সুযোগ।
ফাইনালের মহারণে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে বরিশাল। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই চিটাগাংয়ের মোকাবিলায় নামছেন তামিম-মুশফিক-হৃদয়রা। অন্যদিকে, চিটাগাংয়ের একাদশে রহস্যময় স্পিনার আলিস-আল ইসলামের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হলো, তার পরিবর্তে একাদশে নাঈম ইসলামকে নিয়েছে চিটাগাং। এ ছাড়া তাদের একাদশে আর কোনো পরিবর্তন নেই।
ফরচুন বরিশালের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগাং কিংসের একাদশ : খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।
খুলনা গেজেট/এএজে