খুলনা, বাংলাদেশ | ১৭ আষাঢ়, ১৪৩১ | ১ জুলাই, ২০২৪

Breaking News

  এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না : র‌্যাব ডিজি
  ডিজেল, কেরোসিনের দাম কমলো এক টাকা। অপরিবর্তিত থাকছে পেট্রোল-অকটেন।

ফাইনালের পিচে কত রান উঠতে পারে, জানালেন দ্রাবিড়

ক্রীড়া প্রতি‌বেদক

টানা তিন ফরম্যাটের বিশ্ব আসরে ফাইনাল খেলতে নামছে ভারত। তাদের সামনে প্রতিপক্ষ ২৬ বছরের ফাইনালে উঠতে না পারার আক্ষেপ ঘোচানো দক্ষিণ আফ্রিকা। একে তো দুই দল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অপরাজেয় দল, তার ওপর ফাইনালের ভেন্যু বড় রানের আশা দেখাচ্ছে। সবমিলিয়ে ম্যাচে স্কোর কেমন হতে পারে এবং শীষ্যদের কাছে কী প্রত্যাশা জানিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের অধীনে ভারত টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে। ছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দলের সঙ্গেও। একইসঙ্গে এই ম্যাচটিই হতে যাচ্ছে দ্রাবিড়ের জন্য জাতীয় দলকে শেষবারের মতো কোচিং। বিশ্বকাপ শেষে তিনি আর রোহিত-কোহলিদের কোচ থাকছেন না সেটি আগেই জানিয়েছেন, এমনকি নতুন কোচের সাক্ষাৎকারও নিয়েছে বিসিসিআই। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তার আগে নিজের বিদায়টা চ্যাম্পিয়নশিপের গৌরবে রাঙাতে চান দ্রাবিড়।

আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। যার জন্য শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতীয় কোচ দ্রাবিড়, ‘এটা দারুণ একটা ব্যাপার যে আমরা একটানা ভালো ক্রিকেট খেলছি। আমরা তিনটি ফরম্যাটেই ফাইনালে পৌঁছেছি এবং এর কৃতিত্ব খেলোয়াড়দের। আমরা ভালো খেললে অবশ্যই জিতব এবং ট্রফি যখন ঝুঁকিতে থাকে, খেলোয়াড়রা সাধারণত বেশি চাপ অনুভব করে। আমাদের শুধু নিশ্চিত করতে হবে যে আমরা খেলার জন্য শারীরিক, মানসিক এবং কৌশলগতভাবে প্রস্তুত।’

নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি থাকলেও, প্রতিপক্ষ প্রোটিয়াদের প্রতি সম্মান রেখে তিনি বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে সতেজ থাকা। আমরা আমাদের সমস্ত কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমরা মানসিকভাবে শিথিল ও উত্তেজিত, ম্যাচের জন্য উন্মুখ। প্রতিপক্ষ দল ভালো ক্রিকেট খেলেই এখানে পৌঁছেছে। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাই আমাদের জয়ের যতটা অধিকার রয়েছে, তাদেরও জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি আশা করি আমরা ফাইনালের দিনে আরও ভালো ক্রিকেট খেলব।’

বার্বাডোজে চলতি বিশ্বকাপের আটটি ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। প্রথম চারটি পূর্ণ ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯০ করার পর ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সবশেষ দুই ম্যাচে যুক্তরাষ্ট্রকে অল্প রানে আটকে সহজেই জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এমনকি সুপার এইটে ভারত-আফগানিস্তানও খেলেছে এই মাঠে। যেখানে আফগানদের ৪৭ রানে হারান রোহিতরা। তবে বার্বাডোজের এবার একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয় অঞ্চলের মাঠগুলোতে বাতাসের ভালো ভূমিকা থাকলেও, এখানে সেটি অতটা তীব্র হবে না।

সবমিলিয়ে লো স্কোরিং কিংবা বড় রান নয়, মোটামুটি ১৭০ রান যথেষ্ট বলে মনে করছেন দ্রাবিড়। সাবেক এই ভারত অধিনায়ক বলেন, ‘আমরা নিউইয়র্ক, সেন্ট লুসিয়া এবং তারপর বার্বাডোজে খেলেছিলাম। যদিও সেই ম্যাচে উইকেটটি একটু ধীর ছিল। তবে ফাইনাল ম্যাচে আমরা কী ধরনের উইকেট পাব সে বিষয়ে এখনও কিছু বলতে পারছি না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ধরনের কন্ডিশনই পাই না কেন, আমরা সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার মতে অ্যান্টিগা এবং সেন্ট লুসিয়ার উইকেট এখানে ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল, কিন্তু ওই দুটি ম্যাচেই আমরা গড় স্কোরের সামান্য বেশি স্কোর করতে পেরেছি। এখানে উইকেট খারাপ না, তবে গতি অবশ্যই ধীর এবং আপনি ১৭০ রান করলেও এটি ২০০ রানের সমান হবে।’

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!