খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রার্থনা : অনুতাপে অশ্রুঝরে

আবদুস সালাম খান পাঠান

অনন্ত জীবনের দিগন্ত মহিমায়, হৃদয় মাঝে খুঁজে
নেই তোমায় প্রভু, শান্তির পথে আমার-শপথে;
প্রানান্ত উপাসনায়!!

নিশিদিন প্রত্যহ সালাতের প্রার্থনায় সকল সুখের
সন্ধান করি; তোমারই সকল প্রশংসায়!!

কায়োমনে আত্নসংযম সাধনায়, অতিক্রম
করি, সকল বাঁধা, দূর করি, সকল অন্ধকার,
মুছে ফেলি, মন্দের দুয়ার, কোন গৌরব, অহংকার ।
হৃদয়ের অনুতাপ-মাঝে; খুঁজে বেড়াই সকল ত্যাগের
নির্মল, বাসনা-সুখ, ইসলামী সৌন্দর্য বিধান ,
-জীবনেরই শাশ্বত কল্যান!!

এবাদত বন্দেগীর মাঝে, ভুলে থাকি, দুনিয়ার
শান-শওকত, খুঁজে ফিরি শান্তি, সমৃদ্ধি দেখি
ব্যতিব্যস্ত সংসারের রহমত, বরকত ও রওশন!!

দিনের তাকওয়ায় নব কর্মোদ্দীপনায়-থাকে
-উৎসুক মন। তোমার কাছে
-সকল গোনাহের, তওবার মাঝে প্রভু;
আমার আত্নসমর্পন । এই পবিত্র জীবন ।
-জীবনের সকল কামনা-বাসনা, সফলতায়
সদা একমাত্র কুরআনী জ্ঞানেই প্রসারিত
আলোকশিখা সদা উজ্জীবন।
পাঠ করি, তোমার অমিয় বাণী, অনন্তর আবেগে
গভীর অনুতাপে, অশ্রুঝরা বুকের দরদে, হৃদয়-বন্ধনে!!

পার্থিব-অপার্থিব কল্যান চাই-প্রভু’, সালাতের গুনে।
দিবস-রজনী এবাদতে মশগুল থাকি-প্রভু’, এই
মাহে-শাবানের পুন্যদিনে।
হাজারো শোকর-গুজারী ইসলামী জিন্দেগীর
সহজ-সরল জীবন-যাপনে ও তাহজীব তমুদ্দুনে !!

পৃথিবীর বৃক্ষছায়ায় ক্ষণিক বিশ্রামে, নিদ্রা ঘুম
বিশ্বাসী জীবনে, নদী ও জীবন তরঙ্গিত ভুবনে।
সকল আশা-ভরসা, চিরসুখ, অতীত ভুলে-
মায়ামমতা-ভরা দেশপ্রেম, মাটির স্নেহ মায়াপ্রীতি
বৃক্ষের ফল ও ফুল, তোমারই দান দয়াগুনে,
-মানবের কল্যানে।

প্রিয় নবীজির(সা:) সুন্নাহর আদর্শে, ভালোবাসায়
নিত্য-সুখে, পুন্য পরশের ‘ছোয়া লাগে অন্তরে’।
হাজারো দরূদ ও সালাম প্রিয় নবীজির(সা:)

পাক-রওজা মুবারকে, দু’নয়নের অশ্রুঝরে!!

প্রার্থনা কবুল করো প্রভু, দু’হাত তুলি মুনাজাতে
করজোরে। শুধু, কামনা-বাসনায় আমারে,-
সুখের জান্নাত কাননে প্রবেশ দিও, প্রভু এ দীনহীনে
ঐ আখিরাতে, সেইদিন পরপারে। আকুলিত
ফরিয়াদ প্রভু দয়াময় তোমার তরে প্রাণভরে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!