খুলনা, বাংলাদেশ | ২৮ মাঘ, ১৪৩১ | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কর্মকর্তা প্রত্যাহারে বাংলাদেশ ব্যাংকের অভিযুক্তদের অনুসন্ধান-তদন্ত বিঘ্নিত হবে না: দুদক
  পাবনা সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত
  আ. লীগ নেতাকে ছাড়াতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে যে ৪ দলের জয়

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উদযাপনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা টূর্নামেন্টের উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বালক বিভাগে খুলনার কয়রা দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেহেরপুর গাংনীর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও সাতক্ষীরা তালার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ -৩ গোলে কুষ্টিয়া ভেড়ামারার পরানখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে মেহেরপুর সদরের শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে খুলনার কয়রা বেদকাশী বড় বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও সাতক্ষীরা শ্যামনগর পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলে কুষ্টিয়া খোকসার চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

সকালে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি মো. বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, ডিএসএ সদস্য মোল্লা খায়রুল ইসলাম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বখতিয়ার রহমান গাজী প্রমুখ।

খুলনা গেজেট/এম মিলন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!