বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি (এস-১২৬৮) ও জেলা সহকারী শিক্ষকদের উদ্যোগে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম এর খুলনায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।
আজ শনিবার বিকাল ৫ টায় খুলনা টিচার্চ ট্রেণিং ইন্সটিটিউট মিলনায়তনে সচিবকে শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মুনির হোসেন, জেলা অর্থ সম্পাদক সঞ্জয় কুমার গায়েন, জেলা যুগ্ম-সম্পাদক সন্দীপ কুমার দে, মহানগর সভাপতি সৈয়দ আনিসুজ্জামান, মহানগর সহ-সভাপতি ফাল্গুনী সাহা, বি,এম শফিউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক কাজী তারিকুল হাসান, যুগ্ম সম্পাদক মোঃ গোফরান, মহানগর অর্থ সম্পাদক এস, এম, মোস্তাফিজুর রহমান, মহানগর দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া, আইসিটি বিষয়ক সম্পাদক আল মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিবলী সাঈদ, মোঃ মনিরুল ইসলাম, রাকিব হোসেন , পল্লব কুমার গোলদার, মুস্তাক আহমেদ তুহিন, দিলরুবা ইয়াসমীন, দিঘলিয়া উপজেলার সভাপতি মোঃ কামরুল ইসলাম, তেরখাদা উপজেলার শিক্ষক নেতা লিপিকা পত্রসহ খুলনা জেলা ও মহানগরের শিক্ষকবৃন্দ।
খুলনা গেজেট/এএ