খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার

প্রশিক্ষণে যাওয়ার আগেই ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত!

আন্তর্জাতিক ডেস্ক

নিয়মিত প্রশিক্ষণের আগে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরির কাছে টুইন-সিটার মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি এবং ইন্ডিয়া টিভি।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তারা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে বিমান বাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

বিমানটি নিয়মিত ট্রেনিং ফ্লাইটে যাওয়ার সময় শিবপুরীর কারাইরা তহসিলের সুনারি থানা এলাকায় বিধ্বস্ত হয়।

ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে একটি দল পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া দেখা মাত্রই গ্রামের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটতে থাকেন। ঘটনাস্থলে ভিড় জমান তারা। ওই বিমানের পাইলটের একটি ছবিও প্রকাশ পেয়েছে, যেখানে তাকে আহত অবস্থায় ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!