খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রবীণদের সম্মান করা আমাদের কর্তব্য : জেলা প্রশাসক আমিনুল ইসলাম

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান।

এ সময় প্রধান অতিথি বলেন,প্রবীণরা আমাদের গুরুজন তাদের সম্মান করা আমাদের সকলের দায়িত্ব। প্রবীণদের কখনও অসম্মান করা যাবে না। প্রবীণ ব্যক্তিরা আছে বলেই আমরা এখন মাথা উচু করে দাড়াতে পারছি। তাই প্রবীণদের জীবনমান উন্নয়নের যা যা করনীয় আমরা প্রশাসনিকভাবে করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হুমায়ন কবির, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন ,সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আঃ মোঃ মালেক মোল্লা ,সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলী ,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু,ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ।

অনুষ্ঠান শেষে অসহায় হতদরিদ্র প্রবীণ ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ, কৃতি সন্তানের সম্মননা ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সীমান্ত ইউনিয়ন সমৃদ্ধি সমন্বয়কারী রবিউল ইসলাম বকুল।

পরে জেলা প্রশাসক জীবননগরে প্রস্তাবিত দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!